নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- বাম বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ,লড়াকু নেতা , আমজনতার ঘরের মানুষ,বস্তির গরীবগুর্বো মানুষগুলির কারো কাছে ভাইয়া তো কারোর কাছে বেটা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। পারিয়াল মানেই কয়েক হাজার খেটে খাওয়া আমজনতার পায়ের সাথে পা মিলিয়ে চলা রাজনৈতিক নেতা । ভিড় তাকে ঘিরে থাকে তবে তা আমজনতা ও বস্তির মানুষ । পারিয়াল মানেই তার কাছে আবদার করা যায় , এটাই জানে বস্তির মানুষগুলো ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েছেন বিশ্বনাথ পাড়িয়াল । পারিয়ালের সাথে দেখা হয় সরোজ কুমার নামে এক অতি সক্ষম যুবকের । পা দুটি অকেজো সরোজের । সরোজ কুমারকে দেখেই কাছে যান পারিয়াল । সরোজ কুমার তখন তাদের আপনজন পারিয়ালের কাছে একটি হুইল চেয়ারের আবদার করেন । পারিয়াল শুধু কাঁধে হাত রেখেছিলেন আর বলেছিলেন ভাইয়া বলে আবদার করেছো ঠিক দেবো । এরপরে সময় গড়িয়ে যায় কয়েকমাস । কিন্তু পারিয়াল ভোলেন নি তিনি সরোজ কুমারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন । আজ পারিয়াল সরোজ কুমারের কাছে গিয়ে সরোজ কুমারকে একটা হুইল চেয়ার দিলেন । গাল ভরা হাসি সরোজ কুমারের । ভাইয়া দিয়েছে , বলেছিলাম ভাইয়াকে , ভাইয়া ভোলেন নি , ভাইয়ার তুলনা হয় না । প্রাক্তন বিধায়ক পারিয়াল বলেন “ নির্বাচনী প্রচারে গিয়ে সরোজকে দেখেছিলাম , কি কষ্ট করে মিছিলে হাঁটছে । ঠিক তারপরেই সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে হুইল চেয়ার দেবো । সম্পুর্ণ নিজের অর্থই আমি এই হুইল চেয়ার কিনে দিয়েছি । ওর হাসি দেখে আমি স্বস্তি পেলাম কথা দিয়ে কথা রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক।