নিজস্ব সংবাদদাতা,বুদবুদ(খবর7দিন প্লাস):- ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে বুদবুদের মানকরে দুই ও ৩নম্বর প্লাটফর্মের মাঝে।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের কর্মীরা পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে লাইন পারাপার করার সময় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের অনুমান সকালে দু নম্বর প্লাটফর্মে লোকাল ট্রেন ঢুকলে হুড়োহুড়ি করে ৩নম্বর প্লাটফর্ম থেকে নেমে লাইন পারাপার করতে গিয়ে উল্টো দিক থেকে আসা মাল গাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দেহ।রেল পুলিশকে খবর দেওয়া হলে।রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।মৃতের নাম পরিচয় জানা যায় নি।