বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের


পার্থ ঝা,মালদা(খবর7দন প্লাস):- বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ঠিকাদারকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ি থেকে ৪০ কিমি অদূরে পুখুরিয়া এলাকার একটি  নির্জন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত মৃতদেহ। খুনের অভিযোগ তুললেন পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাকে ঘিয়ে চাঞ্চল্য ছড়ায় চাঁচল থানার রনঘাট গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম মোহাম্মদ ইসমাইল(৩৬)।বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন সন্তান।মঙ্গলবার সকালে পুখুরিয়া এলাকার একটি মাঠ থেকে দেহ উদ্ধার হয়।ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সকাশে শেষ কৃত্য সম্পন্ন হয়।


পরিবারের দাবি, বাড়ি থেকে সোমবার বিকেলে প্রতিবেশী গ্রামের একযুবকের সঙ্গে চারচাকায় যান ইসমাইল।তারপরেই মৃত্যুর খবর পায় পরিবার।পরিবারের দাবি,ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ইসমাইলকে। দোষীদের শাস্তির দাবিতে থানায় অভিযোগ জানানো হবে বলে পরিবারের আত্মীয়রা জানিয়েছে।

নবীনতর পূর্বতন