নিজস্ব সংবাদদাতা,কাঁকসা (খবর7দিন প্লাস):- বছর ২৫এর এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার প্রয়াগপুরে।সোমবার সকালে ঘরের ভিতর মহিলার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।কাঁকসার থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।পরিবার সূত্রে জানা গেছে মৃতার নাম মানসি মল্লিক(২৫)।কাঁকসার প্রয়াগপুরের বাসিন্দা।পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।গতকাল রাতে খাওয়ার খেয়ে ঘরে ঘুমাতে যায়।সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।মানসিক অবসাদের জেরে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের।