দুই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে পোস্টারের ছয়লাপ দুর্গাপুরে, এই নিয়ে কটাক্ষ করলেন বিরোধীরা


নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- এবার তৃণমূল বনাম তৃণমূল লড়াই শুরু হল দুর্গাপুরে। বেসরকারি কারখানায় বহিরাগতদের নিয়োগ করে টাকার লেনদেন হয়েছে, এছাড়াও রয়েছে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নামোসগড়ভাঙা এলাকায় দুই তৃণমূল নেতার নামে  লাগামছাড়া দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে পোস্টারে পোস্টারে ছয়লাপ। কিছু লিফলেট পড়ে রয়েছে রাস্তাতেও। 


আজ সকালে এলাকার তিন জায়গায় এই পোস্টারকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। অভিযুক্ত দুই তৃণমূল নেতার মধ্যে একজন স্থানীয় ২৮ নম্বর ওয়ার্ডের দলের সহ সভাপতি বিধান মাজি আরেক জন তৃণমূল শ্রমিক নেতা অরুন ধারা। এই খবর চাউর হতেই এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। দলের একাংশের সাথে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে স্লোগান শুরু করে দেয় তৃণমূল কর্মীরা, আর নেতৃত্বে ছিলেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা। দলের একাংশর অক্সিজেন পেয়ে নতুন তৃণমূলী আর বিরোধীরা রাতের অন্ধকারে এইসব নোংরামো ষড়যন্ত্র করছে তাদেরকে নিয়ে, দলকে তারা বিষয়টি জানিয়েছেন। এর আগেও বছর খানেক আগে এই দুই তৃণমূল নেতার নামে দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডে নামো সগড়ভাঙা এলাকায় পোস্টারিং হয়েছিলো সেইবার লিফলেট ফেলাও হয়েছিল গ্রামে,ফের একই ঘটনার পুনরাবৃত্তি, এবার গ্রামের তৃণমূল পার্টি অফিসের পাশে থাকা একটি দোকানের দেওয়ালে, একটি বিদ্যুত সরবরাহের মেশিনের বক্স এর গায়ের সাথে সাথে এলাকায় ঐ পোস্টার লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। রবিবার সাতসকালে এই পোস্টার লিফলেটকে ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলের একাংশর বিরুদ্ধে বিরোধীদের অক্সিজেন দেওয়ার অভিযোগ খোদ দলের নেতাদের, যাকে ঘিরে বিড়ম্বনাতে শাসক শিবির।তবে অভিযোগ রয়েছে, স্থানীয় বেকারদের অগ্রাধিকার না দিয়ে বহিরাগতরা দুর্গাপুরের কারখানা গুলিতে কাজ করছে, এমনকি স্থানীয় ছেলেদের আধার কার্ড ভোটার কার্ড দেখলেই তাদেরকে কাজ দেওয়া হচ্ছেনা, আর নেতাদের মদত পেয়ে বহিরাগতরা দিব্বি কাজ করছে।শাসক দলের নেতাদের বিরুদ্ধে একটা চাপা ক্ষোভ রয়েই গেছে শহর দুর্গাপুরের বেকার ছেলেদের। এইদিকে এই ঘটনায় শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা, একযোগে তারা প্রশ্ন তুলেছে দলে থেকে যারা দলের বিরোধী তারা ষড়যন্ত্র করছে না বিরোধীরা এই কাজ করছে আগে পরিষ্কার করুক তৃণমূল নেতারা। এইদিকে গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের নামো সগড়ভাঙা এলাকা। যদি সুবিচার না মেলে তাহলে প্রয়োজনে রাস্তায় নামার হুশিয়ারী দিয়ে রেখেছে অভিযুক্ত তৃণমূল নেতারা।

নবীনতর পূর্বতন