আসানসোল দুর্গাপুর পুলিশ এবং ইএসআই হাসপাতালের যৌথ উদ্যোগে এই প্রথম নার্সদের "ওমেন্স সেলফ ডিফেন্স ওয়ার্কসপ"চালু হলো

 


নিজস্ব সংবাদদাতা,আসানসোল(খবর7দিন প্লাস):- কলকাতার আরজি করের ঘটনার পরে গোটা রাজ্য জুড়ে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ঘটনার পরে রাজ্য সরকারও মহিলাদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে অন্যতম হলো " ওম্যানস্ সেল্ফ ডিফেন্স বা মহিলা আত্মরক্ষা" র বিষয়। এমন পরিস্থিতিতে আসানসোলের ইএসআই হাসপাতাল কতৃপক্ষ হাসপাতালের নার্সিং কলেজে প্রশিক্ষণরত বা ট্রেনি নার্সদের " আত্মরক্ষার বিষয়ে সাবলম্বী করার সিদ্ধান্ত নিলো। তাদের পাশে দাঁড়ালো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট। পশ্চিম বর্ধমান জেলায় কোন সরকারি হাসপাতালে এমন উদ্যোগ আগে কেউ গ্রহণ করেনি ।এই প্রথম বলে ইএসআই হাসপাতালের তরফে বলা হয়েছে। 


আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সহযোগিতায় ইএসআই হাসপাতালের চেষ্টায় বুধবার থেকে ইএসআই হাসপাতাল চত্বরে শুরু হলো " ওম্যানস্ সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ বা মহিলাদের আত্মরক্ষা শেখার কর্মশালা।  এই কর্মশালা আগামী এক মাস ধরে চলবে। এই কর্মশালায় আসানসোল ইএসআই হাসপাতালে ১৩৭ জন প্রশিক্ষণরত বা ট্রেনি নার্সকে দক্ষ প্রশিক্ষকদের দ্বারা আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার সকালে এই কর্মশালার উদ্বোধন উপলক্ষে আসানসোল ইএসআই হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, ইএসআই হাসপাতালের সুপার ডাঃ অতনু ভদ্র, ইএসআই নার্সিং কলেজের প্রিন্সিপাল পূর্ণিমা চক্রবর্তী সহ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক, ইএসআই হাসপাতালের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। 

 এই অনুষ্ঠানে ডঃ অতনু ভদ্র বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাদের নার্সিং কলেজের ট্রেনি নার্সদের আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য এই কর্মশালা আয়োজন করার জন্য এগিয়ে এসেছে। এই প্রথম পশ্চিম বর্ধমান জেলায় এই ধরনের কর্মশালা পুলিশের সহযোগিতায় করা হচ্ছে। পুলিশের তরফে দুজন মহিলা প্রশিক্ষক দেওয়া হয়েছে এই কর্মশালার জন্য। নার্সিং কলেজের ১৩৭ জনকে আগামী একমাস ধরে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া হবে। তিনি আরো বলেন, যখনই ইএসআই হাসপাতালে কোনও অনুষ্ঠানের আয়োজন সহযোগিতা চাওয়া হয়, তখনই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে পূর্ণ সমর্থন পাওয়া যায়। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সবার সেল্ফ ডিফেন্স বা আত্মরক্ষা কিছু শিখে রাখা উচিত। 

অন্যদিকে ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, বিভিন্ন সময়ে মহিলাদের উপর অনেক কিছু ঘটনা ঘটছে। তারা নির্যাতন বা অত্যাচারের শিকার হচ্ছেন। তাই মহিলাদেরকে নিজেদের বাঁচাতে কিছু কৌশল শিখে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যা, তাদের আত্মরক্ষার জন্য  প্রয়োজনীয়। আসানসোল ইএসআই হাসপাতালের ১৩৭ জন ট্রেনি নার্সদের প্রশিক্ষকদের দিয়ে আগামী ১ মাসের জন্য এই কর্মশালার মধ্যে দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। খুব যত্ন সহকারে প্রশিক্ষণ নিতে হবে, যাতে তারা আহত না হন। আমরা সবাই সবদিকটা দেখছি। এর পাশাপাশি তিনি এও বলেন, প্রতিটি মহিলার জন্য এই ধরণের প্রশিক্ষণ নেওয়া গুরুত্বপূর্ণ। যাতে তাদের আত্মবিশ্বাস তৈরি হয়।

  জানা গেছে , এই কর্মশালায় দুজন প্রশিক্ষক আগামী একমাস ধরে ১৩৭ জন ট্রেনি নার্সকে জুডো, ক্যারাটে সহ বিভিন্ন কৌশল শেখাবেন। যাতে তারা কোথাও, কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সামনে পড়লে, তা দিয়ে নিজেদের বাঁচাতে পারেন।

নবীনতর পূর্বতন