আদিবাসী উন্নয়নের ও ব্যবহারের জন্য দান করা জমি বেআইনি দখল ও গাছ কাটার অভিযোগকে নিয়ে কাঁকসা বিডিওতে বৈঠক আদিবাসী সংগঠনের নেতৃত্ব

 


নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):- কাঁকসার রঘুনাথ পুরে আদিবাসীদের উন্নয়নের ও ব্যবহারের জন্য দান করা জমি দখল ও বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ ওঠে আউশগ্রামের এক তৃণমূল নেতার বিরুদ্ধে।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানায় বিভিন্ন আদিবাসী সংগঠন গুলি।এই বিষয়ে দ্রুত সমস্যা সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আদিবাসীরা।সমস্যা সমাধানের জন্য আজ দুপুরে কাঁকসার বিডিও অফিসে একটি বৈঠক হয়।সেই বৈঠকে কাঁকসার বিডিও পর্ণা দে, মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক,বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।যদিও এদিন বৈঠকে আউশগ্রামের ওই তৃণমূল নেতা অনুষ্পস্থিত ছিলেন বলেই সূত্র মারফত জানা গেছে।বৈঠক শেষে আদিবাসী সংগঠনের সদস্যরা জানিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে তাদের ৭দিনের সময় চাওয়া হয়েছে।সেইময় জমির মাপঝোক করে জমি চিহ্নিত করা হবে কোনটা সরকারি কোনটা বেসরকারি।তার পরেই তারা সিদ্ধান্ত নেবেন।এছাড়াও আউশগ্রামের কোনো একটি জমির উপর গাছ কাটার অনুমতি দেখিয়ে আউশগ্রামের তৃণমূল নেতা যে গাছ কাটছিলো সেই বিষয়েও কাঁকসার বিডিও স্বীকার করে সেই বিষয়েও দ্রুত পদক্ষেপ নেবেন বলে আদিবাসী সংগঠন গুলিকে অস্বাস দিয়েছেন বলে তারা জানিয়েছেন।

নবীনতর পূর্বতন