আবাস যোজনার বাড়ি ফিরিয়ে মান বাঁচালো ডায়মন্ড হারবারের এক নম্বর ব্লকের ২ তৃণমূল পঞ্চায়েত সদস্য



নিজস্ব প্রতিনিধি,(খবর7দিন প্লাস):- এবার খোদ তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্যর আবাস যোজনার বাড়ির তালিকাই নাম আসতেই হইচই শুরু হয়ে যায় ডায়মন্ড হাবড়ার এক নম্বর ব্লকে। শেষ পর্যন্ত ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার ১ নং ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য। ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত  সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই লিখিতভাবে ডায়মন্ড হারবার ১ নং ব্লক প্রশাসনের কাছে আবাস যোজনার তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন।আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, ২০২৩ এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা। 


এনায়েত হোসেন মোল্লা বলেন, ২০১৮ তে বাড়ির সমীক্ষা হয়েছিল তখন মাটির বাড়ি ছিল। তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরী করছে।  তাই তিনি এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবী জানিয়ে নিজেই নাম বাতিলের আবেদন করেন। অন্যদিকে মশাট পঞ্চায়েতের সদস্য রাজু সরকার আগে ভাড়া বাড়িতে থাকতেন। তবে নিজেই পাকা বাড়ি করেছেন তাই তারও বাড়ি দরকার নেই তিনিও এনায়েত হোসেন মোল্লার মত বাড়ি বাতিলের লিখিত আবেদন করেন। পাশাপাশি তিনি বলেন, 


ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায়। আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির আবেদন জানিয়েছি। যখন সমীক্ষা হয় তখন ভাড়া বাড়িতে থাকতাম। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হই। তাই নিজের নাম আবাস তালিকা থেকে বাদের আবেদন করেছি। আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বিডিও সেখ দিন মহম্মদ বলেন, দুজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকায় নাম বাতিলের আবেদন করেন। ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে।

নবীনতর পূর্বতন