নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- প্রায় সতেরো কোটি টাকা ব্যায়ে কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ও সমবায় দপ্তরের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী, এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যরা ও জেলা পরিষদের সদস্যরা।এদিন অনুষ্ঠান শেষে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন দীর্ঘদিন ধরে বামুনাড়া শিল্প তালুকের রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথোরিটির কাছে সেই রাস্তা নির্মাণ করার জন্য আবেদন জানানো হয়েছিল। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আর্থিক অনুদানে শিল্প তালুকের মধ্যে মোট তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। এর ফলে ওই শিল্প তালুকের মধ্যে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোর যানবাহন চলাচলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তবে এই রাস্তা নির্মাণ করতে কারোর যদি কোন সমস্যা হয় বা এলাকার মানুষের রাস্তার বিষয়ে কিছু বলার থাকে তবে তারা যেন তাদের অভিযোগ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির অফিসে গিয়ে জানায়। এবং রাস্তা নির্মাণের কাজে কোন রকম যাতে বাধা সৃষ্টি না হয় সেই বিষয় নিয়ে তিনি সকল স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছেন।