নিজস্ব প্রতিনিধি,বাগদা(খবর7দিন প্লাস):- রোজকার মত ইলেকট্রিক পোলে তার লাগানোর কাজ করছিল ইলেকট্রিক দপ্তরে কর্মী সরজিৎ ঘোষ। পোলের নিচে সহকর্মীরাও ছিলো। তবে পুকুরপাড়ে ইলেকট্রিক পোলটি থাকায় ওই ইলেকট্রিক পোলের গোড়ার মাটি সরে গিয়ে পোল সহ জলের মধ্যে পরে সরজিত। সহকর্মীরা জানিয়েছে পোলে উঠে সেফটির জন্য মাজায় পোলে সাথে দড়ি বাধা ছিল সরজিতের। যার কারণে পুকুরে পড়ে সেই দড়ি খুলে আর উঠতে পারেনি সুরজিৎ। সহকর্মীরা পড়ে যাওয়ার পর পরই তাকে উদ্ধার করতে পুকুরে নামলেও মিনিট চারেকের মধ্যেই সব শেষ। তড়িঘড়ি বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা থানার চ্যাঙা চাঁদপুর এলাকায়।
সরজিতের দাদা বলে ভাই প্রায় ১০ বছর এর বেশি একটি ইলেকট্রিক বেসরকারি কোম্পানিতে কাজ করতো। আজ কাজে গিয়ে তার মৃত্যু হল। বাড়িতে একটা ছোট ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মা বাবা রয়েছে। এখন সংসার কিভাবে চলবে সে নিয়েই ভেবে পাচ্ছেন না তিনি। এই ঘটনায় পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া।