নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র, কাঁকসার উদ্যোগে বৃহস্পতিবার বিকালেপানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় , এদিন সাংবাদিক সম্মেলনের পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত বিজ্ঞান মেধা অভীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ।বিজ্ঞান মেধা অভীক্ষা পরীক্ষায় পশ্চিম বর্ধমানে বাংলা, হিন্দি ও ইংরেজি মিডিয়ামের প্রায় ১৪,০০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।তার মধ্যে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রর ২৩৩৮ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। এদিনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে ছিলেন অরুণ কিরণ চ্যাটার্জি (কার্যকরী সভাপতি),রমেশ মন্ডল (সম্পাদক) ,শ্রীমন্ত মাজি (প্রযুক্তিগত সহায়ক, বিজ্ঞান মেধা অভিক্ষা), আহমেদ আলী (সহ সভাপতি),তপন কুমার কেশ (সহ সম্পাদক) ,অজন্তা বোস (সহ সম্পাদক) বিবেকানন্দ মুর্মু (কোষাধক্ষ্য), অপর্ণা দত্ত দাস (সদস্য, বিজ্ঞান কেন্দ্র) সহ অন্যান্য সদস্যরা । পাশাপাশি এই দিন পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার দুর্গন্ধ নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য রমেশ মন্ডল বলেন বেশ কিছুদিন আগে এই নিয়ে তারা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কাঁকসা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন পাশাপাশি দুর্গাপুর মহাকুমা শাসক ও মহকুমা দূষণ দপ্তরে তারা অভিযোগ জানিয়েছিলেন আগামী দিনেও তারা ওই দূষিত দুর্গন্ধের বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চ রুখে দাঁড়াবে ও আবারো প্রশাসনের দারস্থ হবে।পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ের পঠন-পাঠনে বেশ কিছুদিন ধরে সমস্যার সৃষ্টি হয়েছে কারণ স্কুলের পাশে রয়েছে একটি মিষ্টি তৈরীর কারখানা এবং তার দূষিত জল ও বিভিন্ন ধরনের আবর্জনা ফেলার কারণে স্কুল ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয় চালনা করতে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে তাই বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এ নিয়েও কাঁকসা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।