বেহাল রাস্তার হাল ফেরাতে কাঁকসা মাধবমাঠ থেকে শুরু হল রাস্তা মেরামতির কাজের সূচনা



নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে এবার।গত কয়েক বছর ধরে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ পৌঁছাতে গিয়ে কাঁকসার মাধবমাঠ,সরকার পাড়া, মোল্লাপাড়া সহ আশেপাশের এলাকার পিচের রাস্তা খোঁড়ার ফলে বেহাল হয়ে পড়েছিল বেশ কয়েকটি রাস্তা।রাস্তা বেহাল হয়ে থাকার ফলে যান চলাচলে সমস্যার সাথে দুর্ঘটনার কবলেও পড়তে হচ্ছিল পথ চারি মানুষদের।এর পরেই এলাকার মানুষ ওই সমস্ত রাস্তা মেরামতের দাবি জানায়।এলাকার মানুষের দাবি মেনে কাঁকসার মাধবমাঠে রাস্তা তৈরির কাজের সূচনা করা হয়।এদিন উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা,উপপ্রধান উজ্জ্বল মল্লিক,পঞ্চায়েত সদস্য লাল্টু চ্যাটার্জি, হিরন্ময় বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেনায় জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় তিনটি পিচের রাস্তা নির্মান করা হবে।যার দূরত্ব হলো প্রায় ৩কিলোমিটার।দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকার কারণে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হতো।রাস্তা নির্মান হলে চলাচলের ক্ষেত্রে মানুষের অনেকটাই সুবিধা হবে এবার।

নবীনতর পূর্বতন