বিতর্কিত মন্তব্যের জেরে ৩ দিনের মধ্যে জবাব চেয়ে,ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল

 


 নিজস্ব প্রতিনিধি,(খবর7দিন প্লাস):- বিগত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছেন ভরতপুরের  তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিষেক বন্দোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবী থেকে শুরু করে অভিষেককে দলের অন্দরে ‘কোণঠাসা’ করা হচ্ছে। এই মন্তব্যের জেরে রাজ্যে তৃণমূলের ভাবমূর্তির ওপর প্রভাব পড়তে শুরু করেছে সেই অভিযোগে বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শোকজ করল তৃণমূল।

একই সাথে মাথাচাড়া দিয়েছেল নবীন-প্রবীণ দ্বন্দ। তাই জল্পনা তৈরি হয়েছিল এই তৃণমূল বিধায়ককে নিয়ে। অবশেষে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে শোকজ করেই দিল তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে। সূত্রের খবর তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে তার করা মন্তব্যের জেরে বিড়াম্বনায় পড়েছে দল। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন? তা জানাতে হবে আগামী তিন দিনের মধ্যে।

ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবীর?

প্রসঙ্গত সোমবারই ছিল তৃণমূলের কর্ম সমিতির বৈঠক। এই বৈঠকের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়িয়ে  বিস্ফোরক অভিযোগ করেন হুমায়ুন কবীর। তিনি প্রশ্ন তোলেন ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনও যোগ্যতা নেই? কেন কেউ অভিষেককে কোণঠাসা করবে? কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটা কি আমরা মেনে নেব?’ সেইসাথে  তাঁর দাবি, ‘বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যাঁরা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন, তাঁদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে।’

প্রকাশ্যে হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক জল্পনা তৈরী হয়। পাশাপাশি বিতর্ক শুরু হয় ঘাসফুল শিবিরে। হুমায়ুনের উদ্দেশ্যে  কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কুণাল ঘোষের মতো নেতারা। এদিন মেয়র ফিরহাদ হাকিমকেও আক্রমণ শানিয়েছিলেন হুমায়ুন। যদিও তিনি তার মন্তব্য কর্ণপাত করেননি। এরইমধ্যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে শোকজ নোটিস ধরানো হল হুমায়ুন কবীরকে।

নবীনতর পূর্বতন