বিয়ের আংটি ধরিয়ে দিল তিন অপরাধীকে

 


সত্যনারায়ণ সিং,রানিগঞ্জ (খবর7দিন প্লাস):-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কার্যকলাপ ও অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরই বেশ কয়েকদিন আগে একটি চুরির ঘটনায় যুক্ত থাকা অপরাধীদের ধরতে এবং চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র সহ নগদ টাকা উদ্ধারে বড় সাফল্য পেলো রানীগঞ্জ থানার পুলিশ।  এ বিষয়ে শুক্রবার রানিগঞ্জ থানায় একটি সাংবাদিক বৈঠক করে রানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত জানান, গত ১৪ তারিখ রানিগঞ্জের গিরজা পাড় হলুদ কারখানা এলাকার বাসিন্দা দীপক সিং থানায় অভিযোগ করেন যে তার বাড়ি থেকে প্রায় নগদ ৪০ হাজার টাকা সহ বেশকিছু গয়না চুরি করে পালিয়ে গেছে দুষ্কৃতীরা।  দীপক সিং তার অভিযোগ পত্রে জানিয়ে ছিলেন যে তার বাড়ির সামনের গেট বন্ধ ছিল কিন্তু পেছনের গেট খোলা থাকার সুযোগ নিয়ে চোরেরা তাদের বাড়িতে চুরির  ঘটনা ঘটিয়েছিল।থানায় অভিযোগ দায়েরের পর রাণীগঞ্জ থানার পুলিশ তৎপর হয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করে।এর পর বাদশা খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পর  অজয় ​​পাসওয়ান নামে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।  অজয় পাসওয়ান মূলত কুলটির চিনাকুড়ি এলাকার বাসিন্দা।  কিন্তু বর্তমানে তিনি সেখান থেকে পালিয়ে আসানসোলের অশোক নগরে থাকতেন । পুলিশ সূত্রে জানাগেছে যে তাদের কাছ থেকে চুরি করা ৪০০০০ টাকা উদ্ধার করা হয়েছে। রানীগঞ্জ থানার আধিকারিক  বিকাশ দত্ত জানান, চুরি যাওয়া গহনার মধ্যে একটি আংটিও ছিল, সেটি ছিল বিয়ের আংটি।  সেই আংটিতে দীপক সিংয়ের নাম লেখা ছিল ।বাদশা খানের স্ত্রী চুরি যাওয়া গহনা নিয়ে জুয়েলারির দোকানে গিয়ে আংটি থেকে দীপক নামটি সরিয়ে নিজের এবং তার ছেলে আব্বাসের নাম নথিভুক্ত করতে বলেন।এতে বিষয়টি ফাঁস হয়ে যায় এবং বাদশা এবং তারপর অজয় ​​পাসওয়ানকে পুলিশ গ্রেপ্তার করেন।তিনি বলেন, আগামীকাল উভয় আসামিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনা পুনর্গঠন করা হবে কারণ জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা আরও বাড়িঘর টার্গেট করার পরিকল্পনা করছিল।রানীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানাগেছে তাদের দুজনেরই বিরুদ্ধে  পূর্বে অপরাধমূলক রেকর্ড রয়েছে।

নবীনতর পূর্বতন