মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- বিয়ের অনুষ্ঠানেও তিলোত্তমার স্মরণ, নব দম্পতি রীতিমত পোস্টার লাগিয়ে নিমন্ত্রিতদের স্মরণ করিয়ে দিলেন তিলোত্তমা কান্ডের বিচার এখনো অধরা
প্রায় চার মাস কেটে গেছে। আর জি কর আন্দোলন এখন কিছুটা শিথিল হলেও তিলোত্তমার বিচার এখনো অধরা। অধরা সেই বিচারের দাবী এবার উঠে এল বিয়ের অনুষ্ঠানেও। বাঁকুড়ায় পেশায় চিকিৎসক অয়ন মিদ্যা ও শিক্ষিকা ঊশষী নিজেদের বিয়েতে স্মরণ করলেন তিলোত্তমাকে। বিচারের দাবীতে একত্রে লাগাতার আন্দোলনে থাকার পাশাপাশি রীতিমত পোস্টার দিয়ে অন্যদের স্মরণ করিয়ে দিলেন তিলোত্তমার বিচার এখনো বাকি।
তিলোত্তমার বিচারের দাবীতে বিভিন্ন সময় রাস্তায় নেমে আন্দোলনে দেখা গেছে পেশায় চিকিৎসক অয়ন মিদ্যাকে। শুধু বাঁকুড়ায় নয়, যেখানেই এই ইস্যুতে আন্দোলন হয়েছে সেখানেই হাজির থাকার চেষ্টা করেছেন তিনি। নিজের মতো করে আন্দোলনে থাকার চেষ্টা করেছেন ঊশষী করও। এমন এক যুগলের বিয়েতে তিলোত্তমার কথা উঠে আসবে তা হয় নাকি? আজ বাঁকুড়ার বাইপাসে এই নবদম্পতির বৌভাত অনুষ্ঠানেও পরিবারের প্রয়াতদের পাশাপাশি স্থান পেল তিলোত্তমাও। দম্পতির দাবী দিদির বিচারের দাবী জানানোর জন্য যেমন কোনো নির্দিষ্ট সময় হয়না তেমনই তার কোনো নির্দিষ্ট নির্ঘন্ট হয়না। এই আনন্দের দিনেও তাই তাঁরা শুধু তিলোত্তমার বিচারের দাবীতে অনড় থাকলেন তাই নয় অন্য নিমন্ত্রিত দেরও স্মরণ করিয়ে দিলেন বিচার এখনো অধরা।