পুলিশি তদন্তের ওপর আস্তা নেই তৃণমূল নেতাদের পরিবারের,তাই তারা কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য, কি বলছেন দিলীপ ঘোষ

 


নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- পুলিশ তোলাবাজি করছে সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে, আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবার দুষ্কৃতীরা, আর ঐ তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেনসি চাইছে তদন্তের জন্য। দুর্গাপুরে প্রাতভ্রমনে বেড়িয়ে তৃণমূল সরকারকে এই ভাষাতেই তুলোধোনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।তৃণমূল নেতা সুশান্ত ঘোষের এমনটাই হওয়ার ছিল। দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে দিতে আজ তারাই দুষ্কৃতীদের টার্গেট মন্তব্য দিলীপ ঘোষের। শনিবার সকালে দাবাং মুডে ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,সাত সকালে চিত্রালয় ময়দানে প্রাতঃভ্রমন করলেন দিলীপ ঘোষ, করলেন হালকা ব্যায়াম এরপর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিনিধীদের সাথে কিছুক্ষন থেকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের কাছ থেকে চাবি নিয়ে বুলেটে চেপে বসলেন,শহরের বেশ কিছু প্রান্ত ঘুরলেন বুলেট চালিয়ে, প্রাত্রভ্রমণ কারীদের বার্তা দিলেন মিস কল দিয়ে বিজেপির সদস্যপদ গ্রহণ করার জন্য, এরপর দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের ডেভিড মোড়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ।

নবীনতর পূর্বতন