গুরু নানকের ৫৫৫ তম জন্ম মহোৎসব পালন পানাগড়ে



নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- গুরু নানকের ৫৫৫ তম জন্ম মহোৎসব উপলক্ষে বৃহস্পতিবার পানাগড় বাজারে সকাল থেকে গুরুদুয়ারা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করেন শিখ সম্প্রদায়ের মানুষেরা।এই শোভাযাত্রায় শিখ সম্প্রদায়ের মানুষরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরাও যোগদান করেন। জানা গেছে এই শোভাযাত্রা পানাগড় বাজারের গুরুদুয়ারা থেকে শুরু হয়ে পানাগড়ের প্রয়াগপুর পর্যন্ত যাবে সেখানে ধর্মীয় অনুষ্ঠানের পর পুনরায় সেই শোভাযাত্রা পানাগড় ক্লাবে এসে সেখানে বিরতির পর ফের গুরুদুয়ারে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। শোভা যাত্রার পাশাপাশি এদিন গুরুদুয়ারে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এদিন সব ধর্মের মানুষদের জন্য গুরুদুয়ারে লঙ্গর খানা খোলা হয়েছে। 


শিখ ধর্মের মানুষেরা জানিয়েছেন, প্রতি বছর গুরু নানকের জন্ম জয়ন্তী উপলক্ষে তারা শিখ ধর্মের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব নিয়ে সুসজ্জিত ট্যাবলো সহকারে গোটা পানাগড় পরিক্রমা করেন।ট্যাবলো থেকে সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। পানাগড় সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এ দিন গুরুদুয়ারে ভিড় করেন গুরুনানকের প্রসাদ গ্রহণ করার জন্য।

নবীনতর পূর্বতন