নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- পুলিশি ঘেরাটোপের মধ্যে দুর্গাপুরে মহিলা কো-অপারেটিভ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে না দেওয়ার প্রতিবাদে সিটি সেন্টার বাসটেন্ড রোড অবরোধ করলেন বাম সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ প্রার্থীর সংখ্যা ৩৩ এখনো পর্যন্ত মাত্র ৮জন মনোনয়নপত্র দাখিল করেছে। ২০১২ র পর থেকে আর মহিলা কো-অপারেটিভ নির্বাচন না হওয়ায় নানা রকমের সমস্যা দেখা দিচ্ছিল দীর্ঘদিন ধরে। এমনকি ব্যাংক একাউন্ট করতেও নানা রকম সমস্যা হচ্ছিল। দীর্ঘ ছয় বছর পর হতে চলেছে আবারও দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ নির্বাচন। তার আগে সোমবার থেকে মনোনয়নপত্র দাখিল করাকে ঘিরে টানটান উত্তেজনা ছিল সিটি সেন্টার জুড়ে। মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল চলবে বলে জানা যায়। আগামী পয়লা ডিসেম্বর নির্বাচন
এদিকে বাম সংগঠনের সদস্যরা দীর্ঘক্ষণ সিটি সেন্টার বাস স্ট্যান্ড চত্বরে রাস্তা অবরোধ করে নমিনেশন পত্র ফাইল করতে ব্যর্থ হওয়ায় মহিলা প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করতে মহাকুমা শাসকের দপ্তরের সামনে এসে জড় হন, সেখানেও মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেয় পুলিশ, সিপিএম সমর্থিত ৩৩ জন প্রার্থী ও সমর্থকরা ফের এক দফা ব্যর্থ হন মনোনয়ন জমা দিতে। এদিকে দুটো নাগাদ শেষ হয়ে যায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। কার্যত এক প্রকার ব্যর্থ হয়েই ফিরতে হয় মনোনয়নপত্র জমা না দিয়েই বাম কর্মীদের।
অন্য দিকে তৃণমূল নেত্রী অসীমা চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসন বিরোধী প্রার্থীদের লাইনে দাঁড়াতে বলেছিল, তা তারা করেননি উল্টে পথ অবরোধ করেছেন, আমাদের দলের পক্ষ থেকে কেউ তাদের বাধা দেয়নি, হেনস্তাও করেনি আমরা কোন প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে দিয়েছি সে প্রমাণও নেই কাজেই একতরফাভাবে তৃণমূল ৩৩টি মনোনয়নপত্র জমা দিয়ে বিরোধীশূন্যভাবে জয়লাভ করল, জয়ী ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা