পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- ডিজিটাল যুগে দিনে দিনে গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের, বর্তমানে জিমেল,হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মত আদান-প্রদানের মাধ্যম আসায় নতুন প্রজন্মের কাছে পোস্ট অফিস হারিয়ে যাচ্ছে। মালদার মানিকচক থানার মথুরাপুরে প্রত্যেক বছরের মতো এই বছরও জগদ্ধাত্রী পুজোয় এক ভিন্ন থিম প্যান্ডেল করে সকলের মন কেড়েছে মথুরাপুর ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর সদস্যরা।
এই বছর পোস্ট অফিসের আদলে সাজানো হয়েছে পুজো মন্ডপ। প্রায় 40 ফিটের পোস্ট বক্স তৈরি করে তার মধ্যে বিভিন্ন চিঠি সাজিয়ে এই মন্ডপ তৈরি করা হয়েছে। দেবী মূর্তি রূপে তৈরি করা হয়েছে মা জগধাত্রীকে। এই পোস্ট বক্স দেখতে বিভিন্ন জায়গা থেকে মথুরাপুরে ভিড় জমাচ্ছে মানুষ। প্রায় ৪৫ বছর প্রাচীন এই পুজো আজও রীতিনীতি মেনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো পার্বণের মধ্যে দিয়ে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজো মথুরাপুরের চৌরঙ্গী ইউনাইটেড ইয়ংস ক্লাব এন্ড লাইব্রেরির সদস্যরা প্রত্যেক বছরের মত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। তিন দিন ধরে চলে মেলা পূজোর শেষে একটি বিরাট নরনারায়ন সেবার ও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে।শনিবার সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক ও বাউল গান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ,মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভীক শংকর কুমার,বিশ্বজিত মন্ডল ছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উল্লেখ্য বন্যায় ভালো কাজ করার জন্য ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে মানপত্র মোমেন্ট ও তুলে দেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র।