নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):-দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের রক্তের ভান্ডার পূর্ণ করার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অধীনস্ত *অন্ডাল থানার* উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আজ ৬/১১/২৪ অন্ডাল থানা প্রাঙ্গনে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে ১জন মহিলা সহ মোট ৫৭ জন রক্তদান করেন।তার মধ্যে ১১ জন প্রথম বার রক্ত দিয়েছেন। পুলিশ আধিকারিক, কর্মীরা ছাড়াও স্থানীয় ক্লাব ও সাধারণ মানুষেরাও অংশগ্রহন করেছিলেন এই শিবিরে।দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন।
শিবিরের উপস্থিত ছিলেন থানার ওসি তন্ময় রায়,সার্কেল ইন্সপেক্টর পিন্ট মুখার্জি, এসআই পিন্টু সাহা , চিকিৎসক ডা:জয়ন্তী সরকার, রক্তদান আন্দোলনের নেতৃত্ব আইনজীবী আয়ূব আনসারী ও সুলতা দাস ,সমাজসেবী কৌশিক মৈত্র সহ অনান্য ব্যক্তিবর্গ।শিবির শেষে আয়োজক সংগঠন অন্ডাল থানা ও পুলিশ আধিকারিকদের হাতে ব্লাড ডোনার্স সোসাইটির হাতে শুভেচ্ছা স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়েছে।