পার্থ ঝা,হরিশ্চন্দ্রপুর(খবর7দিন প্লাস) : জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে রবিবার প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে দুটি সাব মার্সিবল পাম্প ও ৫ লক্ষ টাকা বরাদ্দে একটি কংক্রিটের ঢালাই রাস্তার শিলান্যাস করল জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কাপাইচন্ডি হরিজন পাড়ায় একটি ও উত্তর মুকুন্দপুর গ্রামে একটি সাব মার্সিবল পাম্পের শিলান্যাস করা হয়। অপরদিকে বালুভরট নয়াটোলায় ১৫০ মিটার কংক্রিটের ঢালাই রাস্তার শিলান্যাস করা হয়। রবিউল বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল।
পঞ্চায়েত ভোটের সময় সাব মার্সিবল পাম্প ও রাস্তা করে দেওয়ার কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম। তবে উত্তর মুকুন্দপুর সরকার পাড়ায় আরও একটি সাব মার্সিবল পাম্পের প্রয়োজন আছে। জেলায় বিষয়টি জানিয়ে শিঘ্রই জলের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।