পার্থ ঝা,(খবর7দিন প্লাস):-মালদা : গঙ্গা ভাঙ্গন রোধ এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। শহরে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বামফ্রন্টের কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ধন্দুমার কান্ড মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। নদী ভাঙ্গন রোধ ও পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার দুপুরে ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। উপস্থিত ছিলেন, সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, আর এস পি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে, বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা, কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
এদিন জেলা প্রশাসনিক ভবন বন্ধ থাকার ফলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্ট নেতা-কর্মীরা। জেলা বামফ্রন্টের দাবি মালদা জেলার বিভিন্ন ব্লকে নদী ভাঙ্গন রোধ, ভুতনিতে রাজ্য সরকারের তৈরি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতি ও দলবাজি বন্ধ, গঙ্গা ভাঙ্গনকে জাতীয় সমস্যা ঘোষণা ও মৃতদের পরিবারকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই দুই লক্ষ নয় উপযুক্ত পরিমানে আর্থিক সহায়তা দেওয়ার দাবিসহ আরো বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে মালদা জেলা বামফ্রন্ট।