জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রতিষ্ঠানের আজকের দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল। ভারত সরকারের অধীন মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রাইজ পরিচালিত ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং এর নির্দেশে ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে "সমাবর্তন উৎসব" অনুষ্ঠিত হলো।প্রদীপ প্রজ্জ্বলন এবং সরস্বতী বন্দনার মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয়।উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এই বছরের প্রাক্তনী ও পাঠরত ছাত্রছাত্রীরা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই অনুষ্ঠানটি নির্ধারিতদিনেই হয় বলেই জানা যায় এবং প্রাকৃতিক দূর্যোগের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রশাসনিক আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি এমনটাই জানা যায়।উত্তীর্ণ ছাত্রছাত্রী সংখ্যা ছিল-২৫২জন,আজকের এই অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় মন্ডলের তত্বাবধানে শিক্ষক গোপাল মন্ডলের সঞ্চালনায় আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। প্রতিষ্ঠানের ছাত্রীরা সমস্ত শিক্ষক-শিক্ষিকা মহাশয়াদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে।তারপর ২০২৪সালে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র সহ পুরষ্কার স্বরূপ ট্রপি তুলে দেওয়া হয়।এরপর বাকি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র এবং ফলাফলপত্র তুলে দেওয়া হয়।সবশেষে জাতীয় সংগীত এবং আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।।