এই ইন্দপুর এলাকায় প্রার্থীর সাথে প্রচারে ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়েক, বিজেপির ইন্দপুর দু'নম্বর মণ্ডলের সভাপতি মানিক পণ্ডা সহ দলীয় কর্মী সমর্থকেরা।
অন্যদিকে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু প্রথমে সিমলাপালের তালদা গ্রামের চন্ডী মন্দিরে প্রনাম সেরে তার বিধানসভা কেন্দ্রের বিক্রমপুর অঞ্চলের শালবনি সহ একাধিক গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার সারলেন।
দলীয় কর্মীদের নিয়ে সাইকেলে চড়ে শালবনী,আসনবনী, বাঁদরদোলা সহ একাধিক গ্রামে প্রচার সারলে ফাল্গুনী । প্রচারে বেরিয়ে ফাল্গুনীর দাবি, দিদির দেওয়া সাইকেল পড়ুয়াদের খুব উপকার হচ্ছে। সেই সাইকেলে চড়েই প্রচার সারলাম। মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূলকেই ভোট দেবেন বলে তিনি নিশ্চিত।