তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শেষে কে এগিয়ে



নবাব খান,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-
তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দৌরগোড়ায়। ভোট আবহে প্রচার সারছেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। আজ তালডাংরা সহ ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার সারেন বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। ব্রজরাজপুর পঞ্চায়েতের ঝরিয়া, কলামী, আড়ালডিহি সহ বিভিন্ন গ্রামে কর্মী বৈঠক থেকে জনসংযোগের মাধ্যমে প্রচার সারেন অনন্যা।অনন্যার দাবি, প্রচারে ভালো সাড়া পাচ্ছি, তবে রাস্তাঘাট বেহাল সহ বিভিন্ন অভিযোগ শুনতে হচ্ছে বাসিন্দাদের কাছ থেকে।


এই ইন্দপুর এলাকায় প্রার্থীর সাথে প্রচারে ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়েক, বিজেপির ইন্দপুর  দু'নম্বর মণ্ডলের সভাপতি মানিক পণ্ডা সহ দলীয় কর্মী সমর্থকেরা।


অন্যদিকে  তালডাংরা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু প্রথমে সিমলাপালের তালদা গ্রামের চন্ডী মন্দিরে প্রনাম সেরে তার বিধানসভা কেন্দ্রের বিক্রমপুর অঞ্চলের শালবনি সহ একাধিক গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সবুজ সাথী‌ প্রকল্পের সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার সারলেন।


দলীয় কর্মীদের নিয়ে সাইকেলে চড়ে শালবনী,আসনবনী, বাঁদরদোলা সহ একাধিক গ্রামে প্রচার সারলে ফাল্গুনী ।‌‌ প্রচারে বেরিয়ে ফাল্গুনীর দাবি, দিদির দেওয়া সাইকেল পড়ুয়াদের খুব উপকার‌‌ হচ্ছে।‌ সেই সাইকেলে চড়েই প্রচার সারলাম। মানুষ উন্নয়নের পক্ষে‌‌ তৃণমূলকেই ভোট দেবেন বলে তিনি নিশ্চিত।

নবীনতর পূর্বতন