আপনারা কি জানেন প্রায় ২০০বছর আগে নীল বোনের ডাকাত কালীর কথা



নিজস্ব সংবাদদাতা, জামুরিয়া(খবর7দিন প্লাস):- ভারতীয় সংস্কৃতি ও ধর্মের ক্ষেত্রে বাংলার নিজস্ব ইতিহাস রয়েছে, কিন্তু মা ভগবতী, মা জগদ্ধাত্রী, মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত ইতিহাস বাংলার কাছে ইকরা, জামুড়িয়ার শিল্প এলাকা।

ইকরা এলাকার ডাকাত কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়, প্রায় ২০০ বছরেরও আগে ব্রিটিশরা অত্যাচার করে নীল চাষ করত। সেই সময় বৃটিশদের অত্যাচারে বিপর্যস্ত হয়ে, নীল চাষের কারণে সমাজের কিছু যুবক প্রতিবাদ করেছিল। জঙ্গল সম্পূর্ণরূপে অনুর্বর জমিতে পরিণত হয়েছিল। সেই সময় কিছু যুবক নীল বনে মা কালীর মন্দির স্থাপন করেছিল যাকে ডাকাতদের কালো মন্দির বলা হয়। দেশ স্বাধীন হলে বৃটিশরাও সেই স্থানে যাননি এদিকে ডাকাতরাও সেখান থেকে চলে যান।

প্রায় ৩১ বছর আগে চ্যাটার্জী পরিবারের গগন চ্যাটার্জিকে মা স্বপ্নে দেখা দিয়েছিলেন যে, তাঁর মন্দিরটি উপেক্ষিত অবস্থায় পড়ে আছে সেখানেই পুজো করা হোক। প্রথমে তিন দিন ধরে ঘুমাতে না পারায় তিনি পরিবারকে জানালেন নীলবনের মা কালীর মন্দিরের কথা। পরিবারের সদস্যদের সাহায্যে মন্দিরে তল্লাশি করে মন্দিরের নামে কিছু ইট পাওয়া যায়, যা সংগ্রহ করে বেদিতে মা কালীর ছবি স্থাপন করা হয়। আজও কালীপূজার দিনে নীল বনের ডাকাত কালী মন্দিরে পুজো দিতে আসেন চ্যাটার্জি পরিবার ও ব্যানার্জি পরিবারের লোকজন।

নবীনতর পূর্বতন