স্কুল শিক্ষার নামে চলছে দুর্নীতি, নজর নেই প্রশাসনের

পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- নামমাত্র স্কুল। রয়েছে স্কুল বিল্ডিং।রয়েছে চারটি ক্লাস। খাতাই কলমে রয়েছে ৩৬৭ জন ছাত্র।কিন্তু সীমানা প্রাচীর বিহীন স্কুল ভবনে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল।


পাঁচ বছর ধরে স্কুলে নেই কোন স্থায়ী শিক্ষক।মাত্র দুই জন পার্শ্ব শিক্ষকের উপর নির্ভর এই স্কুল।


তার মধ্যে এক জন আবার নিয়মিত আসেন না বলে অভিযোগ।ছাত্র-ছাত্রীরা নিজেরাই ক্লাস নেন।স্কুলের এই দুরবস্থার কারণে ধীরে ধীরে স্কুল বিমুখ হয়ে পড়ছে ছাত্ররা।প্রতিদিন মাত্র কুড়ি থেকে পঁচিশ জন ছাত্র-ছাত্রী স্কুলে আসছে।সেই সুযোগে মিড ডে মিল নিয়েও চলছে দুর্নীতি।প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। 


সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা।হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা সার্কেলের ভাটল জুনিয়র হাই স্কুলের এই ছবি সামনে এসেছে।স্কুলে রয়েছে দুইজন পার্শ্ব শিক্ষক ও একজন ক্লার্ক।ছাত্র ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষক আশরাফুল হক নিয়মিত স্কুল এলেও শিক্ষিকা সামিমা পারভিন ও ক্লার্ক বিকি সাহা নিয়মিত স্কুল আসেন না। যার কারণে পঠন-পাঠন শিকেয় উঠেছে। ছাত্ররাই ক্লাস নেন।মিড ডে মিল খেয়ে বাড়ি বাড়ি চলে যেতে বাধ্য হন ছাত্ররা।তবুও স্কুলের দিকে নজর নেই প্রশাসনের।ক্ষোভ দেখা দিয়েছে ছাত্র থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে।

নবীনতর পূর্বতন