মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- বাম-কংগ্রেস জোট অতিত। এবারের উপ নির্বাচনে 'একলা চলো' নীতি নিয়েছে কংগ্রেস। সেই মোতাবেক তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজ কর্মী হিসেবে এলাকায় পরিচিত তুষার কান্তি ষন্নিগ্রহী। বৃহস্পতিবার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে খাতড়া মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এদিন তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী তুষার কান্তি ষন্নিগ্রহী বলেন, রাজ্য স্তরে সিপিআইএম তথা বামেদের সঙ্গে আর আমাদের দলের নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা নেই। দীর্ঘ ২০ বছর পর তালডাংরা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দিতা করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছি। একজন কংগ্রেস কর্মী হিসেবে তাঁরা নীতি ও আদর্শের উপর ভিত্তি করে তিনি লড়াই করবেন বলেও জানান।