পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- ইতিহাসের দেবী চৌধুরানী, ভবানী পাঠকদের নাম জড়িয়ে আছে মালদার যে কালীপুজোর সঙ্গে তার নাম গোবরজন্না কালীমাতার পুজো। প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে এবারও সেজে উঠছে গোটা আড়াইডাঙ্গা অঞ্চল। মালদার রতুয়া-২নং ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের অধীনে রয়েছে শ্রীশ্রী গোবরজন্না কালীমাতা ঠাকুরানি মন্দির। কথিত রয়েছে একদা স্রোতস্বিনী বর্তমানে শীর্ণকায়া কালিন্দ্রী নদীর কূলে এই আড়াইডাঙ্গা অঞ্চলে রাজপুতদের বাস ছিল। তারাই প্রথম এক ছোট্ট কুড়ে ঘরে গোবরজন্না কালীমাতার আরাধনা শুরু করেছিলেন।
যদিও পরবর্তীতে কালের গ্রাসে সেই গ্রাম বিলীন হয়ে যায়। তবে দীর্ঘ প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিহ্য-পরম্পরা মেনে আজও গোবরজন্না কালীমাতা পূজিতা হয়ে আসছেন ভক্তিনিষ্ঠা সহকারে। এই পুজোর সঙ্গে নাম জড়িয়ে রয়েছে ইতিহাসের দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের। কথিত রয়েছে তারাও নাকি এক সময় এখানে শক্তির আরাধনায় ব্রতী হয়েছিলেন। গোবরজন্না কালীমাতার আগে পুজো হত টিনের চালা ঘরে। পরবর্তীতে মন্দির স্থাপন করে পুজো শুরু হয়। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় ৩-৪ হাজারের মতো পাঁঠাবলি হয়। বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। বসে বিশাল মেলাও। সেই পুজো ও মেলার এখন প্রস্তুতি চলছে জোরকদমে।