জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- রক্তদান মানে পরোক্ষে জীবন দান। ইদানিং সচেতনতার ফলে রক্তদানে মানুষ এগিয়ে আসছেন। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ইলামবাজার থানার ব্যবস্থাপনায় ২রা অক্টোবর একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এস ডি পি ও রিকি আগারওয়াল, ইলামবাজার থানার ওসি দেবাশীষ পন্ডিত, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদে কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
এই রক্তদান শিবিরের পরিচালনার দায়িত্বে ছিলেন প্রত্যাশা তোমার আমার সবাই এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং চন্দনের ফোঁটা ও উত্তরীয়র মধ্য দিয়ে গুণীজনদের সম্মাননা জানানো হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে কমবেশি ১০০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন।
এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৬১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। অভিজ্ঞ সরকারি হাসপাতালের ডাক্তারের মধ্য দিয়ে এই রক্ত বিভিন্ন সাধারণ মানুষ এবং প্রশাসন আধিকারিকদের কাছে থেকে রক্ত সংগ্রহ করা হয় ।রক্তদান এক মহৎ ও জীবন দান,তাই সাধারণ মানুষ মহিলা এবং পুরুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন। এমনও স্বেচ্ছায় রক্তদান শিবির হওয়াতে এলাকার মানুষ খুশি ব্যক্ত করেছেন।।