টিফিনের পয়সা বাঁচিয়ে শারদীয়া উৎসবে বস্ত্রদানে সামিল ইলামবাজারের আইটিআই পড়ুয়ারা!!*

 


জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- উৎসব মানে তো আনন্দ। আর শারদীয়া উৎসবে আনন্দের অপেক্ষায় বছরভর বসে থাকেন বাঙালি। বিগত চার বছর ধরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে করা হয় বলে সূত্রে জানা যায়। এই উৎসবে সমাজের সকলের আনন্দদানের লক্ষে বীরভূমের ইলামবাজার আইটিআই কলেজের পড়ুয়া ও কর্তৃপক্ষ মিলে এক নয়া উদ্যোগ নিয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে গড়ে তুলেছে তহবিল। সেই সঙ্গে কলেজের অধ্যাপক শিক্ষা কর্মীরা এই তহবিলের যোগান দিয়েছে তাদের সামর্থ্য মতো অর্থ। আর সেই অর্থে শারদীয়া উৎসবে প্রাক্কালে আজ ৪ অক্টোবর এলাকার অসহায় মায়েদের হাতে তুলে দিল নতুন বস্ত্র। কলেজের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নীতু বক্সী সহ অন্যান্য কলেজ শিক্ষক,শিক্ষা কর্মী ও ছাত্র-ছাত্রীরা। অধ্যক্ষ জানিয়েছেন মূলত ছাত্র-ছাত্রীদের অর্থ সাহায্যে আজ অন্তত ৭৫ জন দুঃস্থ মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। সহায় সম্বলহীন অসহায় মায়েরা এই বস্ত্র পেয়ে খুশি ব্যক্ত করেন।।



নবীনতর পূর্বতন