মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-স্থানীয় সূত্রে খবর, পরিবারের অন্যান্যদের সঙ্গে সিমলাপালের রমাকোন্দা গ্রামের দিলীপ মাণ্ডি গ্রামের পাশেই তালডাংরার জামবেদিয়া গ্রাম সংলগ্ন চেক ড্যামে মাছ ধরতে যান। পরিবারের অন্যান্যরা মাছ ধরা শেষে স্নান করে বাড়ি ফিরলেও তিনি ফেরেননি। পরে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তাদের অনুমান চেক ড্যামে সাঁতার কাটতে গিয়ে ওই যুবক তলিয়ে গেছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের তরফে মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ওই চেকড্যামে তল্লাশী শুরু হয়েছে। শেষ পাওয়া খবর ১৯ ঘন্টা পেরিয়ে গেলেও 'নিখোঁজ' যুবকের সন্ধান মেলেনি। ঘটনাস্থলে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষরা।
ওই দিন রাতেই 'নিখোঁজ' যুবকের বাড়িতে যান তালডাংরা বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্ত্তী। তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
এদিন সকালে ওই গ্রামে গিয়ে 'নিখোঁজ' যুবকের পরিবারের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুও। তিনি বলেন, ওই পরিবারটি আমাদের দলের সমর্থক। ওনাদের পাশে আমরা রয়েছি। বিপর্যয় মোকিবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন বলে তিনি জানান।