নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
প্রতি বছরের মত এবছরও প্রথা মেনে মহা ধুমধামে কুমারী পুজোর আয়োজন করা হয় কাঁকসার দোমড়া রামকৃষ্ণ সেবাশ্রমে।বেলুর মঠের নিয়ম মেনেই এখানেও দুর্গাপুজোর নবমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয়।সেই মত আজ সকালে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল।এদিন এই আশ্রমে কুমারী পূজা দেখতে কাঁকসা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এই মন্দির প্রাঙ্গনে ভিড় জমান।
এবছর কাঁকসা মনোজ পল্লীর বাসিন্দা প্রথম শ্রেণীর ছাত্রী অনন্যা চ্যাটার্জি কে কুমারী পূজা করা হয়।ভক্তরা জানিয়েছেন অনেকেরই ইচ্ছা থাকে বেলুর মঠে গিয়ে দুর্গাপুজো দেখার।কিন্তু ইচ্ছা থাকলে সেই আশা পূরণ হয় না।তাই কাঁকসা,দুর্গাপুর সহ আশেপাশের বহু মানুষ ভিড় করেন কাঁকসার দোমরা রামকৃষ্ণ সেবাশ্রমে এই কুমারী পূজা দেখতে।