জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বাঙালির বড় উৎসব মানেই দুর্গা উৎসব। আর এই উৎসবেটিকে তাকিয়ে থাকে গোটা বাংলার ছোট থেকে বড় সকলে মিলে। ঠিক তারই মাঝে এমনই উদ্যোগ জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির পক্ষ নেওয়া হয়।উৎসব মানে তো আনন্দ। আর শারদীয়া উৎসবে আনন্দের অপেক্ষায় বছরভর বসে থাকেন বাঙালি।বিগত বছর ধরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে করা হয় বলে সূত্রে জানা যায়। জয়দেব কেন্দুলি অঞ্চলের টিকরবেতা আদিবাসী পাড়া ও মন্দিরা আদিবাসী পাড়ায় কম-বেশি ৬০ জন দুস্থ শিশুদেরকে বস্ত্র বিতরণ করা হয়।
এই উৎসবে সমাজের সকলের আনন্দদানের লক্ষে বীরভূমের জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে শারদীয়ার শুরুতেই ৬০ জন দুস্ত আদিবাসী সম্প্রদায়ের শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি উদ্যোগ নেওয়া হয় বলেই এমনটি সূত্রে জানা যায়। এমনোও সুচিন্তামূলক কর্মকান্ডকে ও প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। সহায় সম্বলহীন অসহায় মায়েরা এই বস্ত্র পেয়ে খুশি ব্যক্ত করেন।।