জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দন প্লাস):-বাঙালির বারো মাসে তেরো পার্বণ, ঠিক তেমনি দূর্গা উৎসবের পরেই লক্ষ্মীপূজা।তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় লক্ষী পূজা।গৃহস্থ বাড়ির পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে কচিকাঁচারা মেতে ওঠেন এই লক্ষ্মীপূজায়।জয়দেব কেন্দুলির বিবেকানন্দ পল্লীর লক্ষী পূজা ৭ম বছর ও বৈষ্ণব পাড়ার লক্ষ্মীপূজো ধারাবাহিকভাবে চলে আসছে বিগত ৫৯ বছর ধরে।এই লক্ষী পূজায় সর্বসাধারণের জন্য মহা প্রসাদের ব্যবস্থা থাকে এবং তিনদিন ধরে বৈষ্ণব পাড়ার পূজা কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও ব্যবস্থা করা হয়।লক্ষ্মীপূজো হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব।এই দিনটি হিন্দু ধর্মের মানুষদের কাছে এক অন্যতম দিন। জ্ঞান ও সমৃদ্ধির দেবী হিসেবে বীরভূমের জয়দেব কেন্দুলির বিবেকানন্দ পল্লী ও বৈষ্ণব পাড়ার মানুষদের সহযোগিতায় আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে লক্ষীপূজা। এবছর বৈষ্ণব পাড়ার লক্ষীপূজা ৫৯ বছরে পদার্পণ করলো। জয়দেব কেন্দুলি বিবেকানন্দ পল্লী ও বৈষ্ণব পাড়ার সাধারণ মানুষ এবং বাড়ির মহিলাদের আয়োজনে অন্যান্য বছরের মত এ বছরও লাইট, প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পূজা মন্ডপ।এই লক্ষী পূজায় কচিকাঁচা থেকে শুরু করে গৃহস্থের মহিলারা ও
সাধারণ মানুষ মেতে উঠেছে। জয়দেব কেন্দুলির নিম্বার্ক (নিমবারক) আশ্রমের মহারাজি নরসিংহ সরণদেব ব্রজবাসী বিবেকানন্দ পল্লীর লক্ষ্মীপূজা ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। আগামী দিনে এই লক্ষ্মীপূজার আয়োজন আরো উন্নত মানের করা হবে বলে তারা আশাবাদী।প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা এই লক্ষ্মীপুজোয় কঠোরভাবে দেখতে পাওয়া যায়, বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকে।।