নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- চুরি গেল গাড়ি,তাও খোদ পুলিশের। যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব, দায়িত্বহীন তারাই,দুটি রাইফেল সহ পুলিশের একখানি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আবারও মুখ পুড়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় বাঁশকোপা টোল প্লাজা এলাকা থেকে পুলিশ লেখা ওই গাড়িটি নিয়ে চম্পট দেয় কে বা কারা।
পরে আসানসোলের হটন রোড থেকে উদ্ধার হয়েছে গাড়িটি।পুলিশের ওই গাড়িটি নিয়ে বেরিয়েছিলেন কাঁকসা থানার এএসআই মিন্টু মুখোপাধ্যায়,কনস্টেবল রাম রতন কুমার ও আমিনুর রহমান। এ ছাড়াও ওই দলে ছিলেন উদয় ঘোষ নামে এক সিভিক ভলান্টিয়ারও। চারজন পুলিশ কর্মীর উপস্থিতিতে কিভাবে একটি গাড়ি নিয়ে উধাও হয়ে গেল দুষ্কৃতি দল, তা নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।রাইফেল সমেত গাড়িটি আসানসোলের হাটন রোড এলাকা থেকে উদ্ধার হলেও তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।সোমবারের এই ঘটনার পরই ওই চারজনকেই সাসপেন্ড একইসঙ্গে কর্তব্যে গাফিলতির দায়ে তিন পুলিশ কর্মী সহ এক সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।