রাস্তার দাবী নিয়ে অভিযোগ জানাতে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে পিতা পুত্রকে বার করে দেয়ার অভিযোগ উঠল সিপিএমের প্রধানের বিরুদ্ধে


পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-রাস্তার দাবী নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে গিয়ে পিতা-পুত্র কে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান সুমা খাতুন এর স্বামী নেফাউর রহমান ওরফে দিল রোজ এর বিরুদ্ধে।শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধরনায় বসে পিতা-পুত্র।এরপর শনিবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাল্টা চুরির অভিযোগ উঠেছে পিতা পুত্রের বিরুদ্ধে।আঙ্গারমুনি গ্রামের ফিরোজ আলির বাড়ি থেকে আব্দুস সালামের পুকুর পাড় পর্যন্ত প্রায় ৪০ মিটার একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল।আব্দুস সালামের জায়গার সামনে আসার আগেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।এই নিয়ে স্থানীয় মেম্বার সালমান আলিকে জানিয়ে কোন ফল না হওয়ায় শুক্রবার বিকেলে সালাম এবং তার পুত্র সাহিল দুজনে স্থানীয় তুলসীহাটা পঞ্চায়েতে যান অভিযোগ করতে।কিন্তু তাদের অভিযোগপত্র না নিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।তারপরেই তারা বিকাল থেকে রাত পর্যন্ত ওই পঞ্চায়েতের গেটে ধরনায় বসে পড়েন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।পুলিসের আশ্বাসে ধরনা তুলে নেন তারা।যদিও প্রধানের স্বামী দিল রোজ তার বিরুদ্ধে উঠা অভিযোগ একেবারে মিথ্যা বলে দাবি করেছেন।সালাম বলেন,গ্রামে পঞ্চায়েত থেকে টালাই রাস্তা হচ্ছে।আমার পুকুর পাড় পর্যন্ত ঢালাই রাস্তার স্কিম ধরা হয়েছে।সিপিএম এর বুথ মেম্বার সালমান অর্ধেক রাস্তায় ইট বিছিয়ে অন্য অন্য জায়গায় কাজ শুরু করেছে। শুক্রবার লিখিত অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম।প্রধান অভিযোগ পত্র গ্রহণ করেননি।


প্রধানের স্বামী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেন।তাই আমি ধরনায় বসেছিলাম।গত পঞ্চায়েত ভোটের সময় বাড়ির সামনে চারশতক বাস্তুভিটা ১০ লক্ষ টাকা দিয়ে দিল রোজ এর বাবার কাছ থেকে কিনে নিয়েছি।এখন সে জমি রেজিস্ট্রি দিতে টালবাহানা করছে।তাই দিল রোজ চক্রান্ত করে আমাদের নামে মিথ্যা চুরির অভিযোগ তুলেছে।দিল রোজ বলেন, রাস্তার বিষয়টি আমি জানি না।তবে তাদের সঙ্গে আমার কোন জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন নেই। শুক্রবার বিকেলে পঞ্চায়েতে গিয়ে তারা আমাকে হুমকি দিয়েছিলেন। তারপর রাতে এই চুরির ঘটনা ঘটেছে। আমার অনুমান তারাই এই চুরির ঘটনায় জড়িত রয়েছে।

নবীনতর পূর্বতন