জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বীরভূমের ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজ আজ থেকে দুদিনের বার্ষিকী অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির আধিকারিক অনির্বাণ মজুমদার। প্রথমেই তার হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলিত হয়।পরে চন্দনের ফোঁটা দিয়ে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মাননা জ্ঞাপনকরা হয়।ছাত্র-ছাত্রীরা আবৃত্তি গান নাচ এসবের মধ্য দিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রতিবছরের মত ধারাবাহিকভাবে এই অ্যানুয়াল কালচারাল ফেস্ট অনুষ্ঠান হয়ে থাকে এবং এ বছরও অনুষ্ঠিত হয়। কলেজের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন নৃত্য গান আবৃত্তি প্রবৃদ্ধির মাধ্যমে অনুষ্ঠানের বিশিষ্ট বর্গ ব্যক্তিদের সামনে তুলে ধরা হয়। শিক্ষাজীবনে কলেজের প্রত্যেকটা ঘাত প্রতিঘাতকে সড়িয়ে কিভাবে এগিয়ে যেতে হবে শিক্ষক এবং শিক্ষিকারা বক্তব্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরে এবং ভবিষ্যতে উন্নত মানের পরিকাঠামো দিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার এক সঠিক বার্তা দেওয়া হয়। পজেটিভ বার্তা সমন্ধে কিছু ছাত্র-ছাত্রীদের সামনে বিশিষ্ট বর্গ ব্যক্তিরা তুলে ধরেন।।