ভয়াবহ রূপ ধারণ করতে পারে বন্যার পরিস্থিতি,লাল সর্তকতা জারি করা হলো মানিকচকের পাঁচটি অঞ্চলে


পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- পুজোর আগে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি। বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হল মানিকচক পাঁচটি অঞ্চলে। সেই পাঁচটি অঞ্চল হল ভূতনীর দক্ষিণ চন্ডীপুর, উত্তর চন্ডীপুর, হীরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর। তাই এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং। মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে। 


আর এই বার্তা পেয়েই এদিন সকাল থেকে ভূতনীর বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ে।

নবীনতর পূর্বতন