নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):- গত দু'বছর ধরে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো এক বালিকাকে ধর্ষণের অভিযোগে ফেরার রয়েছে। একজন ধর্ষকের কাকা হয়ে কোন মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে বিধায়ক লক্ষণ ঘড়ুই।(প্রসঙ্গত:- গত দুবছর আগে কাঁকসায় এক নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষনের অভিযোগ ওঠে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুয়ের ভাইপো সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকেই নিরুদ্দেশ অভিযুক্ত সহদেব ঘড়ুই।আজও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ)। আগে তার ভাইপো যে কান্ড ঘটিয়েছে সেই নাবালিকাকে বিচার দেওয়ার ব্যবস্থা করুক। তারপরে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করবেন।
কাঁকসার বিডিও অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিধায়ক লক্ষণ ঘরুয়ের মুখ্যমন্ত্রীর দাবিকে কটাক্ষ করলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত। আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে বুধবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।সেই মত এদিন কাঁকসা বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন গলসি ছয় নম্বর মন্ডল এর মন্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস, বিজেপি নেতা রবি ওঝা, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, বিজেপি নেতা পঙ্কজ জয়সওয়াল সহ কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা। এদিন সভামঞ্চ থেকে আরজি করের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করে তাদের যাতে ফাঁসি হয় সেই দাবি তোলেন সকলে। পাশাপাশি এদিন বিজেপি কর্মীরা দাবি করেন রাজ্যের শাসক দল প্রকৃত দোষীদের আড়াল করছে। যতদিন না এই ঘটনায় প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে ততদিন বিজেপির আন্দোলন জারি থাকবে। অন্যদিকে বিজেপির এই আন্দোলনে বিধায়ক লক্ষণ ঘরুই এর যোগদানের ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।