পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিবস উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন

 


নিজস্ব প্রতিনিধি,(খবর7দিন প্লাস):-২৬ শে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগরের ২০৫ তম জন্ম দিবস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে বৃহস্পতিবার বুদবুদের কোটা গ্রামে অবস্থিত কোটা চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।প্রদীপ প্রজ্জলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা সহ বুদবুদ থানার পুলিশ আধিকারিকরা ও সমাজের বিভিন্ন স্তরের সমাজ সেবীরা। গ্রামের বাসিন্দা পঞ্চানন নায়েক জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কোটা গ্রামের বাসিন্দা, তার মায়ের ইচ্ছা অনুযায়ী, মায়ের স্মৃতির উদ্দেশ্যে  বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে প্রাঙ্গণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করার জন্য বিদ্যালয় এর কাছে আবেদন জানিয়েছিলেন। তার সেই আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষ মঞ্জুর করলে। বৃহস্পতিবার মহা ধুমধামে বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করা হয় অন্যদিকে গ্রামেরই এক বাসিন্দা যিনি বর্তমানে ঝাড়খন্ডে বসবাস করেন। স্বামী বৈকুন্ঠ নাথ দে তার মায়ের ইচ্ছা পূরণ করতে মায়ের স্মৃতির উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বিদ্যালয়ের হাতে তুলে দেন। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ও উন্মোচন করা হয়। বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র তথা বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য বাসুদেব আকুড়ে জানিয়েছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে তারা গর্বিত। এতদিন বিদ্যালয়ে কোনো মনীষীর মূর্তি ছিল না। বর্তমানে দুই মনীষীর মূর্তি উন্মোচন করার ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে দুই মনীষীর বিষয়ে জানার আগ্রহ যেমন বাড়বে তেমন বিদ্যালয়ের পড়াশোনার মান আরো উন্নত হবে বলে তার দাবি।

নবীনতর পূর্বতন