পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-ভুতনির বন্যা পরিস্থিতির কারণে আবারো ঘটলো মৃত্যুর ঘটনা। জলে ডুবে মৃত্যু হল তেরো মাসের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচকের দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের অন্তর্গত গুমানিটোলা এলাকায়। ঘটনা সম্পর্কে জানাগেছে, ভুতনিতে দ্বিতীয় পর্যায়ের বন্যা পরিস্থিতির কারণে জলমগ্ন হয়ে পড়ছে সমস্ত এলাকা। বাদ পড়েনি দক্ষিণ চন্ডিপুরের গুমানিটোলা এলাকাও। গ্রামের মধ্যে এক বুক জল থাকার কারণে সপরিবারে বাড়ির ছাদের উপরে বসবাস করছেন ইউসুফ মিয়া।সোমবার সন্ধ্যায় সবার চোখের অগোচরে নাবালক শিশুটি ঘরের বাইরে বেরিয়ে পরে। যার ফলে জলের মধ্যে তলিয়ে যায় শিশুটি, স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।মৃত্যু হয় শিশুটির। পরবর্তীতে ভূতনি থানার তৎপরতায় দেহটি নিয়ে আসা হয় মানিকচক থানায়।দেহটি ময়নাতদন্তের জন্য পাঠাবে বলে জানাগেছে মানিকচক থানার পুলিশ সূত্রে।