সোনার দোকানে ডাকাতি ঠেকাতে মালদার জেলা পুলিশের অভিনব উদ্যোগ

 


পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-মালদা জেলা জুড়ে ক্রমশই বাড়ছিল সোনার দোকানে ডাকাতির ঘটনা। আর এই মর্মে এবার মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ।পুজোর মুখে মালদা শহরের সোনার দোকানগুলিতে যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে এলার্ম ডিভাইস যন্ত্রের ডেমোর পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরের বিভিন্ন সোনার দোকান এবং শোরুমগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই অ্যালার্ম ডিভাইস। যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকেই নিয়ন্ত্রণ করা হবে। 


মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে। কোনরকম অপরাধ সংগঠিত হলেই সোনার দোকানীরা সুইচ টিপে সরাসরি এই এলার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা ইংরেজবাজার থানায় জানাতে পারবেন। এব্যাপারেই এদিন মালদার পুলিশ সুপার এই এলার্ম ডিভাইসের প্রাথমিক একটি ডেমোর প্রস্তুতি পর্ব স্বর্ণ ব্যবসায়ীদের দেখান। জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতি।

নবীনতর পূর্বতন