পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-ভূতনির বানভাসি মানুষ কার্যত অসহায়।মালদার মানিকচকের ভুতনির উত্তর ও দক্ষিণ চন্ডিপুর, হিরানন্দপুর তিনটি অঞ্চল বন্যাকবলিত।এই বন্যা কবলিত বানভাসীদের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াস মানিকচকের মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যদের। মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যরা মানিকচক ও মালদার বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ করে রেশন সামগ্রী ও ওষুধপত্র তুলে দিলেন ভুতনির প্রত্যন্ত এলাকার বানভাসীদের হাতে।এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রায় ৬০০ বানভাসি পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী ও রেশন সামগ্রী তুলে দেওয়া হলো।চাল,ডাল, আলু, সোয়াবিন চিড়ে, মুড়ি,তেল, সাবান, ওআরএস, সাধারণ জ্বর ও পায়খানার ওষুধ বানভাসি পরিবারের হাতে তুলে দিলেন। মানিকচকের মথুরাপুর এলাকার ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নৌকা করে খাদ্য, রেশন সামগ্রী নিয়ে মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যরা ভুতনির প্রত্যন্ত এলাকায় গেছে।ভুতনির চম্পানগর, অশোকনগর কলোনি,ধর্মশীলটোলা,জুলাব্দি টোলা কাশিন টোলা সহ বিস্তীর্ণ এলাকায় বানভাষীদের হাতে ত্রাণ তুলে দিলেন। মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সক্রিয় সদস্যা মৌমিতা চ্যাটার্জী বলেন ভুতনির বানভাসি মানুষরা খুব অসহায়।তাদের সমস্যা অনেক।আমরা মানিকচক তথা মালদা বাসীর সহযোগিতা নিয়ে প্রায় 600 পরিবারের হাতে খাদ্য সামগ্রী,রেশন সামগ্রী পৌঁছে দিলাম। তাদের আরো ত্রাণ প্রয়োজন।আমি প্রশাসন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুরোধ করবো আপনারা আরো ভুতনির বানভাসিদের পাশে দাঁড়ান।
এই সংগঠনের ওপর এক সক্রিয় সদস্য মোঃ তারিকুল্লা জানান, ভূতনির বানভাসি মানুষ অসহায়।তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছে। সেই সকল মানিকচক সহ মালদা বাসিকে আন্তরিক ধন্যবাদ।সকলের সহযোগিতায় আমরা এই বানভাসীদের পাশে দাঁড়াতে পেরেছি।আগামীতেও দাঁড়াবো।জল কমলে ডায়ারিয়ার মত বিভিন্ন অসুখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য মেডিকেল ক্যাম্পের ও আয়োজন করবো।'
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সক্রিয় সদস্য শহিদুল হক, অরিজিৎ মুখার্জি, আরিফ আলী, ইমরান আলী, আব্দুল হাসিম সহ সকল সদস্যরা।