নিজস্ব প্রতিনিধি,(খবর7দিন প্লাস):- শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব ও মেলা উপলক্ষে রবিবার সকাল থেকে কাঁকসা আমলাজোড়া গ্রামে অবস্থিত প্রপন্নাশ্রম মঠে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি নিউরো থেরাপি চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা কুলদীপ সরকার জানিয়েছেন, সারা বিশ্বজুড়ে যে গৌড়ীয় মিশন আছে। সেই গৌড়ীয় মিশনের আদি শাখা এই প্রপন্নাশ্রম মঠ। প্রতিবছরের মতো এই বছরও জন্মাষ্টমী উপলক্ষে সাত দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই মতো রবিবার স্থানীয় মানুষের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে এলাকার শতাধিক মানুষ তাদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি মঠে আসা ভক্তদের মধ্যে এদিন ভোগ বিতরণ করা হয়।