নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):-
স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষ্যে রবিবার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন সকাল ১১টা নাগাদ শুরু হয় রক্তদান শিবির।এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাঁকসার ও জেলা বাম নেতৃত্ব।এদিন অনুষ্ঠানে যোগ দেন অবসর প্রাপ্ত বর্ধমান মহিলা কলেজের অধ্যাপক সুকৃতি ঘোষাল, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের নেতা সামন্ত ব্যানার্জি সহ অন্যান্যরা।সুকৃতি ঘোষাল জানিয়েছেন,বিভিন্ন বাম গণ সংগঠনের ডাকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ট্যানের আয়োজন করা হয়।সেই মত কাঁকসা তেও বাম কর্মীরা রক্তদান শিবির ও শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে।যেখানে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন।