আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে নিশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে নামল তৃণমূল


জয়ন্ত মণ্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে বেসামাল পরিস্থিতি।শেষ পর্যন্ত প্রতিবাদ জানাতে পথে নামল তৃণমূল কংগ্রেস। আজ বিকাল ৪:০০ টা নাগাদ বীরভূমের ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌনমিছিল বের করা হয় । উপস্থিত ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের মৎস্য ও প্রাণীর সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা ও সাধারণ মানুষ।আর জি কর মেডিকেল কলেজের প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে ক'দিন ধরেই চলছে ধিক্কার, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। বিচারের দাবিতে গত ১৪ই আগস্ট মধ্যরাতে মহিলারা রাস্তা দখল করে।আজ ১৭ই আগষ্ট এই নিন্দনীয় ঘটনায় দোষীদের শাস্তি, এবং ন্যায় বিচার চাইছে সমস্ত রাজ্যের মহিলা থেকে পুরুষ। হাসপাতালের ভিতর একজন ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। এবং আজ ১৭ই আগস্ট IMA পক্ষ থেকে ২৪ ঘন্টা রাজ্যজুড়ে  সরকারি হাসপাতালগুলিতে আউটডোর সহ সমস্ত জেনারেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র  জরুরী বিভাগ খোলা থাকবে। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডাঃ সুবীর কুমার রায়চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি একথা জানান। এমন নিশংস ঘটনার নিন্দা করেন তিনি বলেন, "একজন এমবিবিএস পাশ করা তরুণী চিকিৎসক যিনি পোস্ট গ্রাজুয়েট করার জন্য হাসপাতালে কর্মরত ছিলেন তার এইভাবে হাসপাতালের ভেতর খুন এবং ধর্ষণ শুনেই গা শিউরে উঠছে। ছেলেমেয়েকে পড়তে পাঠিয়ে বাবা-মা হিসেবে আমরাও আতঙ্কিত। এই ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেষ পর্যন্ত পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।।





নবীনতর পূর্বতন