নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):- মঙ্গলবার বিকেলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে পানাগড় বাজারে বাসস্ট্যান্ডের সামনে অবস্থান ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিন আরজি করের ঘটনার প্রতিবাদে বক্তব্যের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানান মহিলা সমিতির কর্মী সমর্থকরা। ঘটনার প্রসঙ্গ তুলে সংগঠনের জেলা সম্পাদিকা শান্তি মজুমদার বলেন, আরজি করে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আরজি করের ঘটনা বাংলাকে কালিমালিপ্ত করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গ্রেফতার হলেও এই ঘটনার পেছনে আরো অনেক জন জড়িত আছে বলে তাদের দাবি। দোষীরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় এবং তাদের যাতে ফাঁসি হয় মহিলা সমিতির পক্ষ থেকে সেই দাবি তুলেছেন তারা।
পাশাপাশি তিনি বলেন রাজ্যে ক্রমাগত নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে।তৃণমূল সরকার তা রুখতে ব্যর্থ।তাই এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন তিনি।