নিজস্ব প্রতিনিধি,(খবর7দিন প্লাস):- দিশাহিন বাজেট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে কাঁকসা ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে শনিবার পানাগড় বাজারের বাসস্ট্যান্ডে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছটা থেকে। এদিন এই পথসভায় যোগ দেন তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি এস এম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, তৃণমূলের কৃষাণ খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, কাঁকসা ব্লকের সংখ্যালঘু সেলের নেতা উজ্জ্বল মল্লিক সহ অন্যান্যরা।
সংখ্যালঘু সেলের জেলা সভাপতি বলেন এবার যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে সেই বাজেট বিজেপির জোট সরকারকে বাঁচানোর জন্য। এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবার বাজেটে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। বর্ষাকালে বহু মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে। কিন্তু কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না পাঠানোর ফলে তারা মাথার উপর ছাদ পাচ্ছেন না। যার দোষ দিয়ে পড়ছে তৃণমূল সরকারের উপর। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের অধিকার ও পাওনা নিয়ে দিল্লির বুকে ধরনা দিয়েও কেন্দ্র সরকারের হুঁশ ফেরেনি। যার কারনে সমস্যায় ভুগতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। এতদিন রাজ্যের মানুষের অধিকার নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করেছে। এবার সময় এসেছে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার। বর্তমানে বিজেপির একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় কে কিভাবে ক্ষমতাচুত করা যায় সেই নিয়েই বিজেপি উঠে পড়ে লেগেছে। কিন্তু বাংলার মানুষ বিজেপিকে নির্বাচনে উচিত জবাব দিয়েছে।