আর জি করের ঘটনায় দোষীর ফাঁসির ও ধর্ষণের বিরুদ্ধে নতুন আইনের দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ*

 




নিজস্ব প্রতিনিধি,(খবর7দিন প্লাস):-আরজিকরের ঘটনায় দ্রুত বিচারের এবং ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার বিকালে অবস্থান কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে একই দাবিতে আন্দোলনে নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেইমতো এদিন কাঁকসার ডাকবাংলো মোড়ে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থানে বসেন কাঁকসা ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকেরা, এদিন কাঁকসা ব্লকের তৃণমূল কর্মী সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ জেলা ও ব্লক নেতৃত্ব।


এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে  নিশংসভাবে খুন ও ধর্ষনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের যাতে দ্রুত শাস্তি দেওয়া যায় এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ রাজ্যের মানুষ একই দাবিতে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যে রাজ্য পুলিশ একজন দোষী কে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে এবং আইন অনুযায়ী তার বিচার শুরু হয়েছে। তিনি বলেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু তদন্তের সতের দিন পার হয়ে গেলেও এই ঘটনার তদন্তের কোন অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না। তারা চান যে ব্যক্তি ধরা পড়েছে সেই ব্যক্তি সহ আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের যাতে দ্রুত চিহ্নিত করা যায় এবং তাদের যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া যায় এই দাবী তারা করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তির আইন যাতে কেন্দ্র সরকার দ্রুত পরিবর্তন করে, সেই দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন। তিনি বলেন যেখানে সিবিআই এর তদন্তের কোন অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না। সেই সময় কিছু মানুষ তারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং পেছন দরজা দিয়ে কিছু রাজনৈতিক দল তারা ক্ষমতা দখল করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন দেশের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের নানান ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলেও সেই সমস্ত সংবাদ রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যম তা সম্প্রচার করছে না। দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঘটলে তা নিয়ে কোনরকম ভাবে সেখানকার রাজ্যের মানুষকে কোনো রকম প্রতিবাদ করতেও দেখা যাচ্ছে না। অথচ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরে নৃশংস ঘটনা ঘটার পরেই দোষীকে চিহ্নিত করে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন।সেখানে রাজনৈতিক দলগুলি মানুষকে উত্তেজিত করার জন্য সমাজ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারই প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন।

নবীনতর পূর্বতন