জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়।যেন বর্ষা পেরিয়ে বৃষ্টি। সেই সঙ্গে ২৩ শে আগস্ট বীরভূমেও দফায় দফাই বৃষ্টি হওয়ায় আজ ২৪ আগস্ট জয়দেব কেন্দুলীর অস্থায়ী ফেরিঘাট ভেঙে যাওয়াই নেই কোন বিকল্প ব্যবস্থা। অজয় নদীর জল বিপদসীমার ওপরে বয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ জানিয়েছে জল আরো বাড়ছে।
ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষের একটাই দাবি কবে এবং কিভাবে এই জয়দেব কেন্দুলি ফেরিঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে সেই চিন্তাই সাধারণ মানুষ ধুকছে। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ ব্যক্ত করেছেন যত তাড়াতাড়ি এই যোগাযোগ ব্যবস্থা, ঠিক করে দেওয়া হবে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী,স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক,শিক্ষিকা উপকৃত হবে, এবং কম সময়ে ও কম খরচে যাতায়াত করা যাবে।এই ফেরিঘাট বেশ কয়েকদিন হলো ভেঙ্গে যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। তবে সুখের কথা এই অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় ৯০ শতাংশ নির্মাণ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়ে একমাত্র ভরসা।।